নয়াদিল্লি: ১৪,৫০০ কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইন্টারপোলের সাহায্য চাইল। নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করার আর্জি জানিয়েছে তারা।

আদালত নীরব ও মেহুল উভয়ের বিরুদ্ধেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর ভিত্তিতে ইডি তাঁদের বিরুদ্ধে ইন্টারপোলের ওয়ারেন্ট চায়। ইন্টারপোলের সদর দফতর ফ্রান্সের লিয়নে। সিবিআইকে ইডি অনুরোধ করেছে বিষয়টি সেখানে তুলতে।

ইন্টারপোলের নিয়ম অনুযায়ী প্রথমে জারি হয় রেড কর্নার নোটিশ। ফৌজদারি মামলায় অভিযুক্ত কারও অবস্থান ও গ্রেফতারি চেয়ে তাঁর প্রত্যর্পণ অথবা সমান গুরুত্বের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এই নোটিশ জারি হয়।

আর এই রেড কর্নার নোটিশ জারি হলে তারপর ওয়ারেন্ট জারি করে ইন্টারপোল। ওই ব্যক্তি যে দেশে রয়েছেন, সে দেশের সরকারকে নির্দেশ দেয়, তাঁকে গ্রেফতার করতে।

ইডি ইতিমধ্যেই নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে সমন জারি করে মুম্বইয়ে আসার নির্দেশ দিয়েছে। কিন্তু মামা ভাগ্নে উভয়েই বলেছেন, ব্যবসায়িক কারণে তাঁদের হাত বাঁধা, মুম্বইয়ে আসতে পারছেন না।