নয়াদিল্লি: পি চিদম্বরমকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইউপিএ জমানায় উড়ান কেলেঙ্কারির অভিযোগ সংক্রান্ত এক মামলায় বেআইনি আর্থিক লেনদেনের ব্যাপারে ইডি যে তদন্ত করছে, সে ব্যাপারেই প্রাক্তন ইউপিএ জমানার মন্ত্রীকে ডাকল তারা। সরকারি সূত্রে বলা হয়েছে, প্রথম সারির কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ২৩ আগস্ট এখানে ইডি দপ্তরে এই মামলার তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দিতে বলা হয়েছে তাঁর বক্তব্য রেকর্ড করার জন্য। ইউপিএ আমলে কয়েক কোটি টাকার এভিয়েশন কেলেঙ্কারি ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির এয়ার স্লট নির্ধারণে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ ও তার ফলে এয়ার ইন্ডিয়ার আর্থিক লোকসান সংক্রান্ত মামলায় ইডি প্রাক্তন অসামরিক উড়ানমন্ত্রী প্রফুল পটেলকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে। সেই জেরায় পাওয়া তথ্য হাতে নিয়েই এই মামলায় ইডি চিদম্বরমকে প্রশ্নের মুখে দাঁড় করাতে চায় বলে সূত্রের খবর। ঘটনাচক্রে এয়ারসেল-ম্যাক্সিস ও আইএনএক্স মিডিয়া সংক্রান্ত বেআইনি অর্থ লেনদেনের দুটি পৃথক মামলায়ও চিদম্বরমের বিরুদ্দে ইডি তদন্ত চলছে।