নয়াদিল্লি: পলাতক ঋণখেলাপী হীরে ব্যবসায়ী নীরব মোদির বাজেয়াপ্ত সম্পত্তি নিলামে তুলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে নিলাম হবে। এরপর ৩ ও ৪ মার্চ অনলাইনে নিলাম হবে। এ বিষয়ে একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করেছে ইডি। ভারতে এই প্রথম বাজেয়াপ্ত সম্পত্তি নিলামের জন্য পেশাদার সংস্থাকে দায়িত্ব দেওয়া হল।


সূত্রের খবর, নিলামে নীরবের যে সম্পত্তিগুলি তোলা হচ্ছে, তার মধ্যে থাকছে ১৯৩৫ সালে অমৃতা শের-গিলের আঁকা একটি অসামান্য চিত্র, মকবুল ফিদা হুসেনের ‘মহাভারত’ সিরিজের একটি তৈলচিত্র। এই দু’টি চিত্রের দাম ১২ থেকে ১৮ কোটি টাকা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া নিলামে উঠছে আরও কয়েকটি চিত্র, পুরুষদের হাতঘড়ি, ৮০টিরও বেশি হাতব্যাগ, একাধিক বিলাসবহুল গাড়ি।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত নীরব দীর্ঘদিন ধরেই পলাতক। তিনি এখন ইংল্যান্ডের কারাগারে বন্দি। তাঁর ভারতে প্রত্যর্পণ নিয়ে মামলা চলছে। এ মাসের ৩০ তারিখ তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট। আদালত সূত্রে খবর, ১১ মে প্রত্যর্পণ সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। নীরব অবশ্য প্রতারণা ও অর্থপাচারের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ভারত সরকারের অভিযোগ মিথ্যা। যদিও তিনি ইংল্যান্ডের আদালত থেকে জামিন পাননি।