নয়াদি্ল্লি: আর একটু ভাল খাবার মিলতে পারে স্কুলগুলির মিড ডে মিলে। ৭ বছর পর মিড ডে মিল ব্যবস্থার পর্যালোচনা করেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এইমসের সদ্যজাত বিভাগের প্রধান বিনোদ পালের নেতৃত্বে একটি কমিটি পরামর্শ দিয়েছে, স্কুলপড়ুয়াদের খাবারে চাল, গমের মত খাদ্যশস্যের পরিমাণ কমিয়ে আনা হোক। বদলে দেওয়া হোক দুধ ও দুগ্ধজাত খাবার, ডিম আর কলা। ১৯৯৫-এ মিড ডে মিল প্রকল্প চালু হওয়ার পর এই প্রথম খাদ্যশস্যের পরিমাণ পুনর্বিবেচনা করার কথা বলা হল। তবে শাকসব্জি ও ডালের পরিমাণ একই রাখার কথা বলা হয়েছে।
বিশেষজ্ঞরা অবশ্য অনেকেই সংশয়ে, এই নতুন খাবার চালুর টাকা কোথা থেকে আসবে তা নিয়ে। কিন্তু ঘটনা হল, খাদ্যশস্য ভর্তুকিতে মেলায় সে খাতে মিড ডে মিল প্রকল্পে বাঁচবে ৬০০ কোটি টাকার মত। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে চাল পাওয়া যাবে ৩ টাকা কেজি ও গম ২ টাকা কেজিতে।
মিড ডে মিলে এবার মিলতে পারে ডিম, দুধ, কলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 May 2016 03:10 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -