মধ্যপ্রদেশে ৫ কৃষকের মৃত্যু: ভুবনেশ্বরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে কালো পতাকা, ডিম ছুঁড়ে মারলেন যুব কংগ্রেস কর্মীরা
Web Desk, ABP Ananda | 10 Jun 2017 05:23 PM (IST)
ভুবনেশ্বর: মধ্যপ্রদেশের মন্দশৌরে ৫ কৃষকের মৃত্যুর প্রতিবাদে ওড়িশার ভুবনেশ্বরে কালো পতাকা দেখানো হল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধা মোহন সিংহকে। শনিবার তিনি রাজ্য অতিথিশালা থেকে বেরিয়ে জাতানি এলাকায় সবকা সাথ সবকা বিকাশ সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তাঁকে কালো পতাকা দেখানোর পাশাপাশি ডিম ছুঁড়ে মারেন বিক্ষোভকারী যুব কংগ্রেস কর্মীরা। মন্ত্রীর গায়ে ডিম লাগেনি, তাঁর গাড়ির সামনে দু-একটি ডিম পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পুলিশ ৫ যুব কংগ্রেস কর্মীকে এ ব্যাপারে গ্রেফতার করেছে বলে জানান ডিসিপি সত্যব্রত ভোই। তাঁদের মধ্যে আছেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি লোকনাথ মহারথী। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে কৃষক হত্যার পর রাধামোহন সিংহের কৃষিমন্ত্রী থাকার কোনও নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি। পাল্টা কংগ্রেসের বিক্ষোভ দেখানোর তীব্র নিন্দা করে এজন্য রাজ্য সরকারকে দায়ী করেছে বিজেপি। দলের রাজ্যের ভারপ্রাপ্ত নেতা অরুণ সিংহের অভিযোগ, কংগ্রেস সারা দেশে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আমার সন্দেহ, শাসক বিজেডির উসকানি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে ডিম ছুঁড়ে মারার পিছনে। আরেক বিজেপি নেতা বলেন, কেন্দ্রের মন্ত্রীরা রাজ্যে এলে নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের। যদিও বিক্ষোভ দেখিয়ে কোনও অন্যায় করা হয়নি, কেন্দ্রের সরকারের মানুষের সেন্টিমেন্ট বোঝা উচিত বলে পাল্টা মন্তব্য করেন কংগ্রেস নেতা প্রদীপ মাঝি। যদিও বিজেডির রাজ্য সহ সভাপতি দামোদর রাউত মন্ত্রীকে ডিম ছুঁড়ে মেরে সমস্যা মিটবে না বলে অভিমত জানান।