মুম্বই: ট্যুইটারে নবরাত্রি ও উগাডির শুভেচ্ছা জানানোয় এক পাকিস্তানি ব্যক্তি গায়ক আদনান সামিকে কটাক্ষ করে লিখেছিলেন, ‘আশা করি ইদের শুভেচ্ছা জানাতে ভুলবেন না।’ তাঁকে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের নাগরিকত্ব ছেড়ে পাকাপাকিভাবে ভারতের বাসিন্দা হয়ে যাওয়া এই গায়ক।



ট্যুইটারে আদনান লিখেছেন, ‘ইদ শুধু তোমাদের না। এই উৎসব সারা বিশ্বের মুসলিমদের। উৎসবের সঙ্গে ভারত-পাকিস্তানকে যুক্ত করা উচিত নয়। ঘটনাচক্রে পাকিস্তানের চেয়ে ভারতে মুসলমানের সংখ্যা বেশি।’