নয়াদিল্লি: বৃহস্পতিবার চাঁদের দেখা মেলেনি। তাই ভারতে শনিবার পালিত হবে ইদ-উল-ফিতর। এমনই ঘোষণা করেছেন জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি। তবে কেরলের কোঝিকোড়ে আজ চাঁদ দেখা গিয়েছে। তাই দক্ষিণ ভারতের এই রাজ্যে শুক্রবারই ইদ পালিত হবে বলে জানিয়েছেন এক ধর্মগুরু।



কবে চাঁদ দেখা যাবে, তার উপর ইদের দিন নির্ভর করে। অনেক সময়ই এ বিষয়ে ধন্দ তৈরি হয়। তবে শাহি ইমামের ঘোষণায় সব অনিশ্চয়তার অবসান হল। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতের ধর্মপ্রাণ মুসলিমরাও এক মাস ধরে রোজ পালন করছেন। শনিবার তাঁরা খুশির ইদ পালন করবেন।