হাপুর: লাইনচ্যুত হল দিল্লি- ফৈজাবাদ পদ্মাবত এক্সপ্রেস। উত্তরপ্রদেশের হাপুর জেলার গড়মুক্তেশ্বর এলাকার কাছে রবিবার সন্ধেয় ঘটেছে এই দুর্ঘটনা। এতে ১২জন আহত হয়েছেন বলে খবর। তবে কারও মৃত্যুর খবর নেই।
পুরনো দিল্লি থেকে ফৈজাবাদগামী ট্রেনটির ৮টি কামরা গঙ্গানদীর সেতুর কাছে লাইনচ্যুত হয়। স্থানীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার ফলে দিল্লি- মোরাদাবাদ সেকশনের আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যহত হয়েছে।