শিবকাশি (তামিলনাড়ু): দীপাবলির আগে দুর্ঘটনা। তামিলনাড়ুর শিবকাশীতে বাজির গুদামে ভয়াবহ আগুন। দমবন্ধ হয়ে ৬ মহিলা-সহ কয়েকজনের মৃত্যু। গুরুতর আহত বেশ কয়েকজন।
পুলিশ সূত্রে খবর, বিরুধুনগরের ওই গুদামের কাছে এদিন ট্রাক থেকে বাজি নামানো হচ্ছিল। হঠাৎ ঘটে দুর্ঘটনা। আগুন ধরে যায় গোটা গুদামে। পুড়ে যায় সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও।



খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৩০টি ইঞ্জিন। আগুন আয়ত্বে আসার পর উদ্ধার হয় কয়েকটি দেহ। দমকল ও প্রশাসন সূত্রে খবর, বাজির ধোঁয়ায় দমবন্ধ হয়েই এই মৃত্যু।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মাদুরাইয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।