মুম্বই: মহারাষ্ট্রে বড়সড় ধাক্কা খেল বিজেপি। রাজ্যে দলের অন্যতম শীর্ষ নেতা একনাথ খাড়সে ইস্তফা দিলেন। ইস্তফা দেওয়ার পর রাজ্যের প্রাক্তন দেবেন্দ্র ফড়নবীশ সরকারের মন্ত্রী বলেছেন, দল ছাড়তে তিনি ইচ্ছুক ছিলেন না। কিন্তু ফড়নবীশের জন্যই বিজেপি ছাড়তে হল। খাড়সে বলেছেন, তিনি দলের শীর্ষ নেতাদের কাছেও অভিযোগ করেছিলেন। কিন্তু তাঁর অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি।
পুরানো দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে খাড়সে বলেছেন, ৪০ বছর ধরে বিজেপির হয়ে কাজ করেছি। যখন আমাদের লোকে পাথর মারত। কিন্তু আমরা পরিশ্রম করি এবং ক্ষমতায় আসি এবং ফের পরিশ্রম করি ও তারপর মন্ত্রী করা হয়।
খাড়সে বলেছেন, বিধানসভায় যখন আমার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তখন এনসিপি, কংগ্রেস ও শিবসেনা আমার বিরুদ্ধে তদন্ত দাবি করেনি। কেননা, তাদের জানা ছিল যে, আমি সঠিক। আমাকে ফাঁসানো হচ্ছে। ৪ বছর বাড়িতে রয়েছি। দুর্নীতিদমন তদন্ত করা হয়েছে।
খাড়সের দাবি, মুখ্যমন্ত্রী থাকাকালে ফড়নবীশ তাঁকে ফাঁসাতে চেয়েছিলেন।
খাড়সে আরও বলেছেন, দল ছাড়ার ইচ্ছে ছিল না। কিন্তু একজন ব্যক্তির জন্য ছাড়তে হল।
খাড়সের ইস্তফার প্রতিক্রিয়া মহারাষ্ট্র বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিল বলেছেন, তাঁর দল ছাড়ার প্রয়োজন ছিল না। আমরা অনেকবারই তাঁকে বলেছি যে, আপনি আমাদের নেতা। কিন্তু এখন যে সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।
চন্দ্রকান্ত বলেছেন, খাড়সে ইস্তফা দেওয়ায় দলের ক্ষতি হবে। তিনি যাতে দল না ছাড়েন সেজন্য আমি ধারাবাহিকভাবে চেষ্টা করেছি। ফড়নবীশের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তার উত্তর ফড়নবীশ আগেই দিয়েছেন।
ফড়নবীশকে দুষে দল ছাড়লেন মহারাষ্ট্র বিজেপির অন্যতম শীর্ষ নেতা একনাথ খাড়সে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Oct 2020 08:16 PM (IST)
মহারাষ্ট্রে বড়সড় ধাক্কা খেল বিজেপি। রাজ্যে দলের অন্যতম শীর্ষ নেতা একনাথ খাড়সে ইস্তফা দিলেন। ইস্তফা দেওয়ার পর রাজ্যের প্রাক্তন দেবেন্দ্র ফড়নবীশ সরকারের মন্ত্রী বলেছেন, দল ছাড়তে তিনি ইচ্ছুক ছিলেন না।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -