নয়াদিল্লি: জলের ট্যাঙ্কার থেকে জল ভরা নিয়ে বচসার জেরে উত্তর-পশ্চিম দিল্লির ওয়াজিরপুরে পিটিয়ে মারা হল ৬০ বছরের এক বৃদ্ধকে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে, এবং আটক করা হয়েছে এক নাবালককে। মৃত ব্যক্তির নাম লাল বাহাদুর। তিনি ওয়াজিরপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের এসএস নগরে নিজের পরিবারের সঙ্গে থাকতেন।
ঘটনার সূত্রপাত, শনিবার বিকেল সাড়ে তিনটের সময়। ওই সময় কলোনিতে একটি জলের ট্যাঙ্কার এসে দাঁড়ায়। কলোনির সমস্ত বাসিন্দারা গিয়েছিল জল ভরতে। ঘটনাস্থলে সেই সময় উপস্থিত ছিলেন লালবাহাদুরের ছেলে রোহিত এবং হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত অন্যতম অভিযুক্ত। মৃত ব্যক্তির ছেলে রোহিতের সঙ্গে ওই অভিযুক্তের প্রথমে বচসা শুরু হয়। তারপর সেটা হাতাহাতি পর্যন্ত পৌঁছয়। এই ঝামেলা থামিয়ে দিতে এগিয়ে যান লালবাহাদুর। কিন্তু তাঁকেই পাল্টা মারতে শুরু করে অভিযুক্ত। মার খেতে খেতে রাস্তায় জ্ঞান হারিয়ে যায় লালবাহাদুরের। তক্ষুনিই তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানে জানানো হয় তাঁর আগেই মৃত্যু হয়েছে।
এরপরই ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অপর দুজন তল্লাশি চালানোর সময় পুলিশের জালে আটকে পড়ে।
ট্যাঙ্কার থেকে কে আগে জল নেবে? এই নিয়ে বচসায় দিল্লিতে পিটিয়ে মারা হল এক বৃদ্ধকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Mar 2018 12:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -