আগরতলা: তিনমাস ধরে লাগাতার এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে ৫৮ বছরের এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ।


ত্রিপুরা পুলিশ জানিয়েছে, আগরতলা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে চম্পলাইতে নিজের বাড়িতে গত ফেব্রুয়ারি মাস থেকে ১৪ বছরের কিশোরীর ওপর নারকীয় অত্যাচার চালায় ওই ব্যক্তি।


খোয়াই জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানান, মেয়েটির অভিযোগ, গত তিনমাসে তাঁকে ১১ বার ধর্ষণ করেছে ওই ব্যক্তি। নির্যাতিতার আরও অভিযোগ, কাউকে না জানাতে তাকে হুমকিও দেয় ওই ব্যক্তি। বলে, ঘটনার কথা কাউকে বললে, ফল ভুগতে হবে।


পুলিশ জানিয়েছে, কোনওমতে ওই ব্যক্তির বাড়ি থেকে পালিয়ে সিপাহিজলা জেলার বিশালগড়ে এক আত্মীয়েক বাড়িতে পৌঁছে সেখানে সব অত্যাচারের কথা বলে নির্যাতিতা। পরে, মহিলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়।


অভিযোগটি পাঠানো হয় খোয়াই জেলা পুলিশের কাছে। সেখানেই নির্যাতিতার বাড়ি। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।


এদিকে, অভিযুক্ত বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য নেতা বলে দাবি করেছে সিপিএম। তবে, ভিএইচপি রাজ্য সাংগঠনিক সচিব অমল চক্রবর্তী সেই দাবি খারিজ করেন। ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি তাপস দে।