নয়াদিল্লি: স্ত্রীর দুল ছিনতাই করে মোটরবাইকে চড়ে চম্পট দিচ্ছিল দুই দুষ্কৃতী। তাদের ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিলেন অবসরপ্রাপ্ত এক সরকারি চাকুরে।
ভদ্রলোকের নাম রবীন্দ্র পাঠক। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন এই কর্মী আজ ভোরে উত্তর পূর্ব দিল্লির কারাওয়াল নগরে স্ত্রীকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। তখন বাইকে করে দুজন এসে তাঁর স্ত্রীর কানের দুল ছিনিয়ে নিয়ে পালাতে চেষ্টা করে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, পাঠক ছুটে গিয়ে বাইকটা চেপে ধরেন। তারা তাঁকে ফেলে পালাতে চেষ্টা করলে পথ আটকে দেয় একটি অটো রিকশা। তবে বাইক আরোহী ছিনতাই করা দুল আর একজন অপরিচিত পথচারীর হাতে তুলে দিতে সক্ষম হয়, এলাকা ছেড়ে চম্পট দেয় সে।
দুই বাইখ আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম কাভেদ ও আরিফ, তাদের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের ১৯টির বেশি অভিযোগ রয়েছে।
সাহসিকতার জন্য রবীন্দ্র পাঠককে ১,০০০ টাকা পুরস্কার দিয়েছে পুলিশ, সার্টিফিকেটও দেওয়া হয়েছে।
স্ত্রীর দুল ছিনতাই করা দুষ্কৃতীদের ধরলেন প্রৌঢ়, করা হল পুরস্কৃত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Oct 2017 12:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -