বহুক্ষণ টাকা তোলার লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের
Web Desk, ABP Ananda | 11 Nov 2016 04:49 PM (IST)
মুম্বই: ব্যাঙ্কে টাকা বদলানোর লাইনে দাঁড়িয়ে থাকাকালীন মৃত্যু বৃদ্ধর। মুম্বইয়ের মুলুন্দ এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, বাতিল পাঁচশ, হাজার টাকার নোট বদলানোর জন্য মুলু্ন্দের নভঘর এলাকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় এসেছিলেন বিশ্বনাথ বরতক নামে বছর ৭৩-এর ওই বৃদ্ধ। লাইন এত দীর্ঘ ছিল যে তা ব্যাঙ্ক থেকে বেরিয়ে রাস্তা অবধি চলে যায়। ঘড়িতে তখন দুপুর দেড়টা। চড়া রোদে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ বোধ করেন তিনি। হঠাত পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে বৃদ্ধর। হার্ট অ্যাটাকেই মৃত্যু বলে প্রাথমিকভাবে জানিয়েছেন তাঁরা। দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।