নয়াদিল্লি: ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও চড়ালেন আম আদমি পার্টি (আপ) নেতা অরবিন্দ কেজরীবাল। এবার তিনি কমিশনের সঙ্গে ‘ধৃতরাষ্ট্রে’র তুলনা করলেন। তাঁর অভিযোগ, মহাভারতের হস্তিনাপুরের অন্ধ রাজা ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধনের প্রতি যে রকম স্নেহান্ধ ছিলেন, তেমনি কমিশনও সব ধরনের উপায় অবলম্বন করে বিজেপিকে সাহায্য করছে। তিনি বলেছেন, কমিশন ধৃতরাষ্ট্রের ভূমিকা গ্রহণ করে পুত্র দুর্যোধনকে ক্ষমতা দখলের জন্য সমস্ত ধরনের উপায় (সাম, দান, ভেদ, দণ্ড) গ্রহণ করেছে।


চলতি বছরের শুরু থেকে পাঁচ রাজ্যের বিধানসভা আসনের ভোটের আগে থেকেই কমিশনের বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রীর সংঘাত চলছে। গোয়াতে প্রচারে এসে অন্য দলের কাছ থেকে টাকা নিয়ে আপ-কে ভোটদানের আর্জি জানানোয় কমিশন কেজরীবালকে ভর্তসনা করেছিল।

পঞ্জাব ও গোয়াতে আপের নির্বাচনী বিপর্যয়ের পর কেজরীবাল ইভিএমের ব্যবহারের বিরুদ্ধে সরব হন। দিল্লি পুরসভার আসন্ন নির্বাচনে ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি জানান কেজরীবাল। তাঁর অভিযোগ, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে ইভিএমে কারচুপি করা হয়েছে।

কমিশন অবশ্য কেজরীবালের অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে। কেজরীবাল সহ বিরোধী দলগুলির এই অভিযোগের সারবত্তা নেই বলে কমিশন জানিয়েছে।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর বিএসপি নেত্রী মায়াবতী প্রথম ইভিএমে কারচুপির অভিযোগ আনেন। এরপর আপ ও কংগ্রেসও এই অভিযোগ করে।

মধ্যপ্রদেশের ভিন্দের উপনির্বাচনের আগে ইভিএম পরীক্ষার সময় যে কোনও বোতামে ভোট দিলেই তা বিজেপির পক্ষে চলে যাচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর ইভিএম বিতর্ক নয়া মাত্রা পায়।