নয়াদিল্লি: আগামী বছর সেপ্টেম্বর থেকে গোটা দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোটের জন্য পরিকাঠামোর দিক থেকে প্রস্তুত হয়ে যাবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ও পি রাওয়াত জানিয়েছেন এ কথা।
রাওয়াত জানিয়েছেন, কেন্দ্র তাঁদের কাছে জানতে চেয়েছিল, একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করতে গেলে ঠিক কী কী জরুরি। জবাবে তাঁরা বলেছেন, নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ও ভোটার ভ্যারিফিয়েবল পেপার অডিট ট্রেল বা ভিভিপিএটি কেনার জন্য অর্থ চান তাঁরা।
সেই অর্থ মঞ্জুর হয়েছে, ইভিএম কেনার জন্য ১২,০০০ কোটি টাকা ও ভিভিপিএটির জন্য ৩,৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। নির্বাচন কমিশনার জানিয়েছেন, নতুন ইভিএম ও ভিভিপিএটি কেনার জন্য বরাত দিয়েছেন তাঁরা। আগামী সেপ্টেম্বরের মধ্যে তাঁদের হাতে ৪০ লাখ নতুন ভিভিপিএটি মেশিন চলে আসবে, ফলে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করতে তাঁদের পক্ষ থেকে কোনও বাধা রইবে না। তবে কেন্দ্রই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার একসঙ্গে গোটা দেশে লোকসভা ও বিধানসভা ভোটের পক্ষে সওয়াল করেছেন। তাঁর মতে, আলাদা আলাদা সময়ে নানা জায়গায় বছরভর ভোট চললে মানব সম্পদ ও অর্থ- দুয়েরই বাজে খরচ হচ্ছে।
আগামী সেপ্টেম্বর থেকে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করা সম্ভব, জানাল নির্বাচন কমিশন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2017 01:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -