কলকাতা: উত্তর প্রদেশ ভোটের পর থেকে ইভিএম নিয়ে ওঠা একের পর এক অজুহাত সম্প্রতি শেষ হওয়া উপনির্বাচনে এসে হঠাৎ থেমে গিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত বলেছেন, ভোটে হারার অজুহাত হিসেবেই ইভিএমকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো।
গতকাল কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার। এ ব্যাপারে তিনি বলেন, মেশিন কথা বলতে পারে না, আত্মপক্ষ সমর্থনে অপারগ। তাই রাজনীতিকরা নিজেদের পরাজয়ের গ্লানি ঢাকতে ইভিএমকে বলির পাঁঠা করছেনয কারণ হারের জন্য কাউকে না কাউকে তো অপরাধী সাব্যস্ত করতেই হবে।
রাওয়াত বলেছেন, গত জুলাইতেই সর্বদলীয় বৈঠকে ঠিক হয়, আগামী সমস্ত নির্বাচন ভিভিপ্যাট আর ইভিএমে হবে। এর ফলে গোটা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা বাড়তে, তাই এই সিদ্ধান্ত। কিন্তু সব কিছু জেনে শুনেও রাজনৈতিক দলগুলো ইভিএমের ঘাড়ে দোষ চাপিয়ে হারের অজুহাত খোঁজার চেষ্টা করছে।
উত্তর প্রদেশ ভোটের পরেই ইভিএমের ওপর দোষ চাপানো শুরু করে রাজনৈতিক দলগুলি। সপা, বসপা, আম আদমি পার্টি, আরজেডি, তৃণমূল, কংগ্রেস, বাম- সবাই ইভিএমের বিরোধ করে। দাবি করে, ইভিএম তুলে দিয়ে ফিরিয়ে আনতে হবে সেই পুরনো ব্যালট পেপারের যুগ।
ভোটে হারলে রাজনৈতিক দলগুলো ইভিএমের অজুহাত দেয়, বললেন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত
ABP Ananda, Web Desk
Updated at:
03 Jun 2018 04:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -