নয়াদিল্লি: দিল্লির বুরারি এলাকার এক বাড়ি থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার হল। মৃতদের মধ্যে ৭ জন মহিলা ও ৪ জন পুরুষ। তাঁদের প্রত্যেকের দেহ ঝুলন্ত অবস্থায় ছিল।

এক পরিবারে ২-৩ জনের আত্মহত্যার খবর আমরা শুনেছি। কিন্তু এক সঙ্গে ১১ জনের মৃত্যু? তাও একইভাবে গলায় ফাঁস দিয়ে? রবিবার সকালে এমনই ঘটনার সাক্ষী হল বুরারি। সন্ত নগরের ২ নম্বর গলির বাড়িতে এই ঘটনা ঘটেছে। ১১ জনই এক পরিবারের, তাঁরা প্রত্যেকেই ঝুলছিলেন, একই ঘরের মধ্যে ওভারহেড তার থেকে। প্রত্যেকের চোখ ও মুখ কাপড়ে বাঁধা ছিল।

[embed]https://twitter.com/ANI/status/1013262008886677504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1013262008886677504&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2F11-bodies-found-at-a-house-in-burari-delhi-police-investigates-suspect-suicide-or-murder-angle-901644[/embed]

কীভাবে এঁরা মারা গেলেন তা এখনও পরিষ্কার নয়। পুলিশ ঘটনাস্থলে এসেছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটা গণ আত্মহত্যার ঘটনা।

ওই পরিবারের একটি দোকান ছিল, আসবাবপত্রের ব্যবসাও ছিল তাদের। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।