মুম্বই: এলফিনস্টোন স্টেশনের ফুটব্রিজে ঘটে যাওয়া পদপিষ্টে ২২ জনের মৃত্যুর ঘটনায় রেল আধিকারিকদের বিরুদ্ধে গাফিলতি ও অনিচ্ছাকৃত খুনের অভিযোগ এনে জনস্বার্থ মামলা দায়ের করা হল বম্বে হাইকোর্টে।


গতকালই, জনৈক বাসিন্দা প্রদীপ ভালেকর উচ্চ আদালতে আবেদন করেন। তাঁর আইনজীবী নিতিন সতপুতে জানান, জনস্বার্থ আবেদনটি রেজিস্ট্রির কাছে আবেদন জমা করা হয়েছে। আগামী ৩ অক্টোবর মামলার শুনানি।


সতপুতে জানান, পদপিষ্টের ঘটনায় তদন্তের দাবি করা হয়েছে। মামলাকারী আদালতকে অনুরোধ করেন, তদন্ত প্রক্রিয়ার ওপর নজর রাখতে এবং সেই প্রেক্ষিতে যথাযথ নির্দেশ দিতে।


আবেদনে মামলাকারী অভিযোগ করেন, এলফিনস্টোন রোড স্টেশনের ফুটব্রিজটি অত্যন্ত অপরিসর। সময়ে সময়ে নাগরিকরা এই ইস্যুটি উত্থাপন করেছেন। কিন্তু, সরকার রা রেল ব্যবস্থা নিতে ব্যর্থ।


আবেদন বলা হয়েছে, রেলের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট রেল আধিকারিকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা উচিত বলেও দাবি করা হয়েছে আবেদনে।


পাশাপাশি, ফুটব্রিজের ওপর অবৈধ হকার ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণের দাবিও তোলা হয়েছে।


এদিকে, দুর্ঘটনার প্রেক্ষিতে পুরো রেল বোর্ডের বৈঠকে বসেন রেলমন্ত্রী পীযুষ গয়াল। এদিন চার্চগেটে পশ্চিম রেলের সদর দফতরে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রেল বোর্ডের চেয়ারম্যান সহ অন্যান্য শীর্ষ পদাধিকারীরা। এর আগে, গতকালও একটি ম্যারাথন বৈঠক করেন গয়াল। এক আধিকারিক জানান, পরেল টার্মিনাসের প্রস্তাবিত প্রকল্পকে ত্বরাণ্বিত করার ওপর জোর দেন গয়াল। পাশাপাশি, মুম্বইয়ে অন্যান্য স্টেশনগুলির ফুটব্রিজগুলির সংস্কার নিয়ে আলোচনা হয়।


প্রসঙ্গত, শুক্রবার এলফিনস্টোন রোড স্টেশনের অপরিসর ফুটব্রিজে পদপিষ্ট হয়ে মারা যান ২২ জন। আহত হন আরও ৩০ জন। এই প্রেক্ষিতে এবছরের দশেরা উদযাপন করা থেকে বিরত থাকছেন রেলকর্মীরা।