মুম্বই: বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বিশ্বের ‘সবচেয়ে স্থূলকায়’ মহিলা এমান আহমেদ।
গত কয়েকমাস ধরে মুম্বইয়ের সৈফি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন মিশরের এই তরুণী। ফেব্রুয়ারি মাসে তাঁকে যখন আনা হয়েছিল তখন এমানের ওজন ছিল প্রায় ৪৯৮ কেজি।
হাসপাতালের বারিয়াট্রিক সার্জন মফজ্জল লাকড়াওয়ালা জানান, বর্তমানে এমানের ওজন ১৭৭ কেজিতে নামাতে সক্ষম হয়েছেন তাঁরা। তিনি জানান, আগামীকাল সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।
এদিকে, ৩৬ বছরের এমানের চিকিৎসা নিয়ে সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়। তরুণীর সঙ্গে এদেশে আসা তাঁর বোন শাইমা সেলিম হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন।
শাইমার দাবি, সৈফি হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর বোনকে স্রেফ প্রচারের জন্য ব্যবহার করছে। তাঁর অভিযোগ, এমানের ওজন কম হওয়ার যে দাবি করছেন চিকিৎসকরা, তা মিথ্যে।
এপ্রসঙ্গে, শাইমা ও হাসপাতালের মধ্যে তীব্র বাক-বিতণ্ডাও হয়। এমনকী, শাইমার বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে চিকিৎসায় হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়।
এদিনও যে চিকিৎসকরা এমানের দায়িত্বে রয়েছেন, তাঁরা শাইমার ক্ষমাপ্রার্থনার দাবি তুলেছেন। হাসপাতালের সমর্থনে এগিয়ে এসেছেন বিজেপি নেতা শাইনা এন সি।
তিনি জানান, অভিযোগ এনে শাইমা শুধু হাসপাতাল বা চিকিৎসকদের অপমান করেছেন তাই নয়, তিনি মহারাষ্ট্র ও ভারতেরও অপমান করেছেন।