নয়াদিল্লি: প্রয়াত হলেন প্রখ্যাত বৈজ্ঞানিক অধ্যাপক যশপাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০। সোমবার গভীর রাতে নয়ডার বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর।

অধুনা পাকিস্তানের ঝাংয়ে ১৯২৬ সালে যশপালের জন্ম। বড় হয়ে ওঠা এখনকার হরিয়ানার কৈথালে। ১৯৪৯-এ পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে স্নাতকোত্তর করেন। এরপর ম্যাসাচুয়েসটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পিএইচডি।

মহাজাগতিক রশ্মির ওপর গবেষণায় তাঁর অবদান বিজ্ঞানী মহলে শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করা হয়। বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় অবদানের জন্য ১৯৭৬-এ পদ্ম ভূষণ পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে।