নয়াদিল্লি: ১৪ বছরের নিচে ছেলে মেয়েদের কঠিন বিপজ্জনক পেশায় নিযুক্ত করলে এবার হতে পারে ২ বছর পর্যন্ত জেল। আজ শিশু শ্রম সংশোধন বিল পাস হল লোকসভায়। ১৪ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের বিপজ্জনক পেশায় নামালে তা মালিকের ধর্তব্যযোগ্য অপরাধ বলে গণ্য হবে। সেক্ষেত্রে শাস্তি স্বরূপ ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত জেল এবং ২০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আজ লোকসভায় পাস হয় এই সংশোধনী বিল। প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাজ্যসভায় এই বিল পাস হয়েছিল। ওই বিল-এ বলা হয়েছে, ১৪ বছরের কমবয়সী ছেলে, মেয়েদের মারাত্মক ক্ষতি হতে পারে এমন কোনও কাজে নিযুক্ত করা যাবে না। আর্থিকভাবে পরিবারের পাশে দাঁড়াতেও এ ধরনের কাজে নিযুক্ত হতে পারবে না তারা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় বলেন, এই বিল পাস ঐতিহাসিক ঘটনা। ল্যান্ডমার্ক হয়ে রইল।