শ্রীনগর: ফের সেনা-জঙ্গি সংঘর্ষ জম্মু ও কাশ্মীরে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সেনার কাছে গোপন সূত্রে খবর আসে যে, অনন্তনাগ জেলার পহলগাম এলাকার আউরা গ্রামে বেশ কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। খবর মিলতেই, ওই এলাকায় পৌঁছয় নিরাপত্তাবাহিনী। তল্লাশির সময়ে জঙ্গিরা আচমকা জঙ্গলের মধ্যে থেকে বাহিনীকে লক্ষ্য করে এলোপাথারি গুলিবৃষ্টি শুরু করে। পাল্টা জবাব দিয়েছে সেনাও। শেষ খবর মেলা পর্যন্ত, দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলছে।
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনা-জঙ্গি সংঘর্ষ
Web Desk, ABP Ananda | 15 Jan 2017 06:22 PM (IST)