কাশ্মীরের সোপোরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম এক জঙ্গি
Web Desk, ABP Ananda | 22 Feb 2019 01:24 PM (IST)
নয়াদিল্লি: ফের অশান্ত কাশ্মীর। শুক্রবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় নতুন করে শুরু হয় গোলাগুলি। জঙ্গি-জওয়ান সংঘর্ষে মৃত্যু হয় এক জঙ্গির। মৃত জঙ্গি জইশ-এ-মহম্মদের সদস্য বলেই দাবি করছে সেনারা। তার পরনে জেইএম-এর উর্দি ছিল জানিয়েছে তারা। এমনও মনে করা হচ্ছে, গত ১৪ তারিখ পুলওয়ামাতে জঙ্গি নাশকতায় যুক্ত ছিল এই জঙ্গিও। প্রসঙ্গত, পুলওয়ামা ও রাজৌরিতে জঙ্গি হানার পর থেকেই ভূস্বর্গের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৪০ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়ে সারা দেশে। এমন অবস্থায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি পাল্টা প্রত্যাঘাতের পূর্ণ স্বাধীনতা দেন ভারতীয় সেনাবাহিনীকে। আর তারপর থেকেই পাল্টা আক্রমণে যায় ভারতীয় সেনা জওয়ানরা। প্রথম ১৬ ঘণ্টাতেই তাঁরা নিকেশ করে পুলওয়ামা কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ডকে। শুক্রবার জওয়ানদের সঙ্গে এনকাউন্টারে খতম হল আরও এক জঙ্গি। গতকাল থেকেই বারামুল্লা জেলার সোপোরে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। জঙ্গিরা যেন কোনওভাবেই নিজেদের মধ্যে যোগাযোগ করতে না পারে, সেজন্য ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে পরিকল্পনা মতোই অভিযানে নামে ভারতীয় সেনা। তাদের সহযোগিতা করে জম্মু- কাশ্মীর পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের সদস্যরাও।