সকালে দিল্লিতে এনকাউন্টার, ধৃত কাসগঞ্জের কুখ্যাত অপরাধী
Web Desk, ABP Ananda | 05 Feb 2018 09:13 AM (IST)
ফাইল ছবি
নয়াদিল্লি: আজ সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির ওখলা মান্ডি অঞ্চলে পুলিশের এনকাউন্টারে ধরা পড়ল উত্তর প্রদেশের কাসগঞ্জের কুখ্যাত অপরাধী তনবীর। তবে তার এক সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ সূত্রে খবর, শার্পশ্যুটার তনবীর ছেনু গ্যাংয়ের সদস্য। তার বিরুদ্ধে দিল্লিতে জোড়া খুন, পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানো সহ বেশ কয়েকটি অভিযোগ আছে। তনবীরকে ধরতে পারলে ৭০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এহেন কুখ্যাত দুষ্কৃতী অবশেষে পুলিশের জালে ধরা পড়ল। গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল, আজ সকালে এক সঙ্গীকে নিয়ে ওখলা মান্ডিতে যাবে তনবীর। তাকে ধরার লক্ষ্যে ওই অঞ্চলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তারক্ষীরা গোটা অঞ্চল ঘিরে ফেলেন। তনবীর ও তার সঙ্গী একটি গাড়ি নিয়ে সেখানে পৌঁছনোর পরেই পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশকর্মীরা পাল্টা জবাব দেন। তনবীরের গায়ে দু’বার গুলি লাগে। কিন্তু বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকায় সে বেঁচে যায়। যদিও সে জখম হয়। তাকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। তাকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই এনকাউন্টারে দু’জন পুলিশকর্মীও জখম হয়েছেন।