LIVE UPDATES: অস্ত্র ছিনিয়ে আক্রমণ, পুলিশের পাল্টা জবাবে মৃত চার অভিযুক্ত, জানালেন কমিশনার

হায়দরাবাদে পশু চিকিৎসক খুনের ঘটনায় ৪ অভিযুক্তকে এনকাউন্টারে গুলি করে মারল তেলঙ্গানা পুলিশ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Dec 2019 04:29 PM
জাতীয় মানবাধিকার কমিশন হায়দরাবাদের এনকাউন্টারের ঘটনা নিয়ে সংস্থার ডিজি (অনুসন্ধান)-কে ঘটনাস্থলে অবিলম্বে একটি তথ্যানুসন্ধানকারী দল পাঠাতে নির্দেশ দিয়েছে। একজন এসএসপি-র নেতৃত্বে কমিশনের অনুসন্ধান বিভাগের দল খুব শীঘ্রই ঘটনাস্থলে রওনা দেবে বলে মনে করা হচ্ছে এবং এই দল দ্রুত তাদের রিপোর্ট জমা দেবে।
সাইবারাবাদের পুলিশ কমিশনার বিসি সজ্জনার বলেছেন, অভিযুক্তরা অস্ত্র ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা পুলিশ জবাব দেয়। এতে চার অভিযুক্তেরই মৃত্যু হয়। তিনি বলেছেন, অভিযুক্তদের মৃতদেহের ডিএনএ পরীক্ষা করা হবে। এরপর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অভিযুক্তদের কাছ থেকে দুটি হাতিয়ার বাজেয়াপ্ত করা হয়েছে। মৃতদেহগুলির ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
কেউ যদি জঘন্য অপরাধ করে তবে তার কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া উচিত। সংসদে বললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মহিলাদের বিরুদ্ধে হওয়া নৃশংস অপরাধ নিয়ে রাজনীতি করা বন্ধ হওয়া উচিত, ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের সময় ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, বিরোধীরা তখন চুপ ছিল। আক্রমণ স্মৃতির।
এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে ও কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এবিপি আনন্দকে তিনি বলেছেন, মানুষের চাপে পড়ে এনকাউন্টার করতে বাধ্য হয়নি তো পুলিশ? এমন কি পরিস্থিতি তৈরি হল যে আইনের রক্ষকরাই আইন হাতে নিলেন? হতে পারে, ৪ অভিযুক্তই হয়তো পালানোর চেষ্টা করছিল কিন্তু এক সঙ্গে ৪ জনকেই মেরে ফেলা একেবারে চূড়ান্ত পরিস্থিতিতে ঘটে। এই এনকাউন্টারের তদন্ত হওয়া উচিত।
হায়দরাবাদ এনকাউন্টারের ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। ময়নাতদন্ত হবে মৃতদেহগুলির।
ধৃতরা অস্ত্র ছিনিয়ে গুলি চালায়, আত্মরক্ষার্থে এনকাউন্টার, বলল পুলিশ
অভিযুক্তরা পুলিশের অস্ত্র কেড়ে পালানোর চেষ্টা করে, ভগবান তাদের সাজা দিয়েছেন। বললেন তেলঙ্গানার আইনমন্ত্রী ইন্দ্রকিরণ রেড্ডি।

প্রেক্ষাপট

হায়দরাবাদ: হায়দরাবাদে পশু চিকিৎসক খুনের ঘটনায় ৪ অভিযুক্তকে আজ কাকভোরে এনকাউন্টারে গুলি করে মারল তেলঙ্গানা পুলিশ। হায়দরাবাদের পুলিশ কমিশনার এ কথার সত্যতা স্বীকার করেছেন। শোনা যাচ্ছে, তারা অভিযুক্তদের চিকিৎসক হত্যার ঘটনাস্থলে নিয়ে যাচ্ছিল, তখন তারা পালানোর চেষ্টা করে। এরপরই ৪৪ নম্বর জাতীয় সড়কের ওপর পুলিশ তাদের এনকাউন্টার করে দেয়।



২৭ নভেম্বর হায়দরাবাদের শামসাবাদ এলাকায় ৪ ট্রাক চালক ও খালাসি মিলে ২৫ বছর বয়সী ওই পশু চিকিৎসককে ধর্ষণ করে খুন করে বলে অভিযোগ। তারপর জ্বালিয়ে দেয় তাঁর দেহ। সিসিটিভি সূত্রে ধরা পড়ে অভিযুক্তরা। তারা অপরাধ স্বীকার করে নেয় বলে দাবি করে পুলিশ। অপরাধীদের দ্রুত ফাঁসির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.