বারামুলা: জম্মু কাশ্মীরের বারামুলার পাট্টান এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ এখনও অব্যাহত। জানা গিয়েছে, লুকিয়ে আছে ২ জঙ্গি। বাহিনী ঘিরে ফেলেছে ১ জঙ্গিকে।
সেনা, কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ একসঙ্গে চালাচ্ছে এই অপারেশন। দুপক্ষই করছে টানা গুলিবর্ষণ।
[embed]https://twitter.com/ANI/status/964325378394329088?ref_src=twsrc%5Etfw[/embed]
জম্মু কাশ্মীরে গত ৫ দিনে ৪টি জঙ্গি হামলা হয়েছে। এ মাসেই শহিদ হয়েছেন ১৪ জন জওয়ান। এখনও পর্যন্ত এ বছরে ৪৪ দিনে ২৬ জন জওয়ান শহিদ হয়েছেন। এক জওয়ানের বাবাও মারা গিয়েছেন জঙ্গি হামলায়।
বারামুলার পাট্টানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ এখনও চলছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Feb 2018 10:11 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -