কোয়েম্বাত্তুর: ফের প্রাণ কাড়ল সেলফির নেশা। নববর্ষের রাতেই রেললাইনে দাঁড়িয়ে বিপজ্জনকভাবে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে।
পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে নববর্ষের পার্টি থেকে বাড়ি ফিরছিলেন গুণশেখরণ নামে ডিন্ডিগুল জেলার ওই ইঞ্জিনিয়ারিং ছাত্র। তিনি চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন। দুরন্ত গতিতে ছুটে আসা ট্রেনটি তাঁকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল, প্রায় ১০০ ফুট দূরে গিয়ে পড়েন গুণশেখরণ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রেললাইনে সেলফি তুলতে গিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যু
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jan 2017 06:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -