মুম্বই: যেদিন নেপালে বিমান দুর্ঘটনায় বহু যাত্রীর প্রাণনাশের খবর এল, সেদিনই কপালজোরে রক্ষা পেলেন লখনউগামী বিমানের ১৮৬ যাত্রী।
খবরে প্রকাশ, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ ১৮৬ জন যাত্রীকে নিয়ে আমদাবাদ বিমানবন্দর থেকে লখনউয়ের উদ্দেশে রওনা দেয় ইন্ডিগোর এয়ারবাস এ৩২০ নিও বিমান।
ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের দুনম্বর ইঞ্জিন আচমকা বিকল হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানটিকে ঘুরিয়ে আমদাবাদে এসে জরুরি অবতরণ করার অনুমতি চান পাইলট।
পাইলটের বার্তার পরই, বিমানবন্দরে পূর্ণ এমারজেন্সি জারি করা হয়। ওড়ার ৪০ মিনিট পর অত্যন্ত সতর্কতার সঙ্গে বিমানটিকে নিরাপদে অবতরণ করান পাইলট। এপ্রসঙ্গে, ইন্ডিগোর তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।
প্রসঙ্গত, এদিনই নেপালের কাঠমাণ্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে পড়ে বাংলাদেশের একটি বিমান। বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পঞ্চাশের বেশি যাত্রী তাতে প্রাণ হারিয়েছেন বলে খবর।