ছত্তিশগড়ে বাড়িতে শৌচাগার বানিয়ে দেওয়ার ঘুষ হিসেবে সরকারি ইঞ্জিনিয়ার মহিলার সঙ্গে যৌন সম্পর্ক চাইলেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Dec 2017 12:29 PM (IST)
রায়পুর: সরকারি অফিসে সাহায্যের দরবার করেছেন আর ঘুষের দাবির মুখোমুখি হননি, এমন উদাহরণ বেশি নেই। কিন্তু তা বলে এমন ঘুষ? অভিযোগ, ছত্তিশগড়ের এক পুর ইঞ্জিনিয়ার বাড়িতে শৌচাগার তৈরি করে দেওয়ার নজরানা হিসেবে এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছেন। ছত্তিশগড়ের রায়গড় জেলার পুর নিগমে কাজ করেন ওই ইঞ্জিনিয়ার। নাম আইপি সারথি। অভিযোগকারিণীর বাড়িতে শৌচাগার তৈরির জন্য অন্তত ৪ মাস আগে সরকারি টাকা মঞ্জুর হয়েছে। তারপরেও তৈরি হয়নি শৌচাগার। এ নিয়ে মহিলা ঠিকাদারের কাছে নালিশ করলে তিনি বলেন, সরাসরি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে। সেইমত অভিযোগকারিণী ইঞ্জিনিয়ার সারথির কাছে আসেন। সব শুনে সারথি নাকি বলেন, কাজ হয়ে যাবে, চেয়ে নেন মহিলার ফোন নম্বর। এরপর তাঁকে ফোন করে তিনি শারীরিক সম্পর্ক করতে বলেন বলে অভিযোগ। গত এক সপ্তাহ ধরে ওই মহিলাকে ক্রমাগত উত্যক্ত করে চলেছেন তিনি। শুক্রবার এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন মহিলা। পুলিশ এফআইআর নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।