বদ্রীনাথ: হেলিকপ্টারের ডানার আঘাতে মর্মান্তিক মৃত্যু হল এক ইঞ্জিনিয়ারের।

আজ সকাল পৌনে আটটা নাগাদ উত্তরাখণ্ডের তীর্থক্ষেত্র বদ্রীনাথে দুর্ঘটনাটি ঘটেছে।  আহত হয়েছেন ২ পাইলট, তবে যাত্রীরা সুরক্ষিত রয়েছেন।

বদ্রীনাথ থেকে ৫ যাত্রী নিয়ে হরিদ্বার রওনা দেওয়ার কথা ছিল অগস্টা ১১৯ হেলিকপ্টারটির। কিন্তু বাতাসের চাপ কম থাকায় তা ওপরে উঠতে পারেনি, আছড়ে পড়ে মাটিতে। হেলিকপ্টারের ক্রুদের অন্যতম ছিলেন ওই কপ্টার ইঞ্জিনিয়ার। ঘুরন্ত ডানায় আটকে পড়ে ব্লেডের আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত টুইট করে শোকপ্রকাশ করেছেন।