ট্যুইটারে তাঁর অভিযোগ, আহমেদাবাদের এক কোম্পানির ১৪০ জন ইঞ্জিনিয়ারের সাহায্যে ৪,০০০ ইভিএম হ্যাকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর আরও অভিযোগ, বিশনগর, রাধনপুর এবং পটেল সম্প্রদায় ও দলিত অধ্যুষিত এলাকাগুলিতে ইভিএম হ্যাক করার চেষ্টা করা হয়েছিল।
তাঁর অভিযোগের স্বপক্ষে সওয়াল করতে গিয়ে হার্দিক লিখেছেন, ওপরওয়ালার তৈরি মানুষের শরীরে যদি বিকৃতি ঘটানো যায়, তাহলে ইভিএমে কারচুপি অসম্ভব নয়। তিনি আরও বলেছেন, বাস্তবে এটিএমও হ্যাক করা যায়। তাই ইভিএমেও কারচুপি করা সম্ভব।
উল্লেখ্য, হার্দিকের এ ধরনের অভিযোগ নতুন নয়। এর আগেও তিনি ট্যুইটারের মাধ্যমে বিজেপি যাতে কোনওভাবে কারচুপি করতে না পারে সেজন্য মানুষকে সতর্ক করে দিয়েছিলেন।
হার্দিক বলেছিলেন, গুজরাতে হারলে বিজেপির পতন শুরু হবে। ইভিএমে কারচুপি করেই একমাত্র গুজরাতের ভোটে জিততে পারে বিজেপি। কোনও সন্দেহের অবকাশ যাতে না থাকে সেজন্য বিজেপি গুজরাতে জিতবে এবং হিমাচল প্রদেশে হারবে।