বিডঃ বাড়ির অমতে বিয়ে। তাই বোনের স্বামীকে কুপিয়ে মারল শ্যালক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের তেলগাঁও অঞ্চলে। বিকেল ৫টা নাগাদ কলেজ থেকে বেরোচ্ছিলেন ভাগ্যশ্রী ও তাঁর স্বামী শিবাজী ওয়াঘারে। সেই সময় ভাগ্যশ্রীর দাদা বালাজী লন্ডে সামনে এসে দাঁড়ায়। সঙ্গে ছিল তার এক বন্ধুও। সবার চোখের সামনেই সে ঘারালো অস্ত্র দিয়ে শিবাজীকে কুপিয়ে মারে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, মুহূর্তের মধ্যে জায়গাটি রক্তে ভেসে যায়।ভাগ্যশ্রী আর্তনাদ করায় ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয় অটোরিকশা চালকরাই আক্রান্তকে হাসপাতালে নিয়ে যান।
শিবাজী ও ভাগ্যশ্রীর পরিচয় কলেজ থেকে। তাদের প্রেমে সম্মতি ছিল না দুই পরিবারের। তাই মাস দুই আগে পরিবারের অমতেই বিয়ে করেন তাঁরা। কিন্তু ভাগ্যশ্রীর দাদা যে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবে, এমনটা ভাবেনি তার পরিবারও। তাঁরাও পুলিশের কাছে অপরাধীর শাস্তির দাবি জানিয়েছে। অন্যদিকে যতক্ষণ না বালাজী ধরা পড়ে, মৃতের পরিবারের লোকজনও মৃতদেহ নিতে রাজি হচ্ছে না। ভাগ্যশ্রীও ক্রমাগত আত্মহত্যার হুমকি দিয়ে চলেছে।
পরিবারের অমতে বিয়ে, বোনের স্বামীকে কুপিয়ে মারল শ্যালক
Web Desk, ABP Ananda
Updated at:
20 Dec 2018 06:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -