নয়াদিল্লি: ১৫ অগস্টের মধ্যে সকল ব্যবসায়ী যাতে জিএসটি-র আওতায় নিজেদের নথিভুক্ত করতে পারেন, তা নিশ্চিত করতে রাজ্যগুলির মুখ্যসচিবদের নির্দেশ দিলেন প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন রাজধানীতে টেলি-কনফারেন্সের মাধ্যমে জিএসটি নিয়ে রাজ্যগুলির মুখ্যসচিবদের নিয়ে একটি বৈঠক করে কেন্দ্র। সেখানে জিএসটি-র অগ্রগতি পর্যালোচনা করা হয়। একইসঙ্গে কেন্দ্রীয় পুর্ত দফতর সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও তার সমাধানের রাস্তা নিয়েও আলোচনা হয়। জানা গিয়েছে, যাবতীয় অভিযোগ অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে নজরদারি চালানোর জন্য কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রককে নির্দেশ দেন মোদী।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতরের প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রের গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম আওতায় ব্যবসায়ীদের আসার জন্য উদ্বুদ্ধ করতে কেন্দ্রীয় পুর্ত দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১ জুলাই দেশজুড়ে চালু হয়েছে জিএসটি বা পণ্য পরিষেবা কর।
এর পাশাপাশি, দীর্ঘদিন ধরে আটকে থাকা গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির অগ্রগতি নিয়েও খোঁজ নেন মোদী। বিশেষ করে মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও অরুণাচল প্রদেশের সড়ক, রেল ও পেট্রোলিয়াম প্রকল্প নিয়ে তথ্য চান তিনি।