মুম্বই:  নোট বাতিলের পর দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার শপথ নিয়ে এবার বেনামি সম্পত্তি মোকাবিলায় কঠোর আইন শীঘ্রই কার্যকর হতে চলেছে বলে গত রবিবার ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রীর মন্তব্যকে কার্যত উড়িয়ে বিজেপির জোটসঙ্গী শিবসেনা বলল, প্রস্তাবিত আইনে নোট বাতিলের মতো সাধারণ মানুষ বিপাকে পড়বে না, এটা সুনিশ্চিত করুন প্রধানমন্ত্রী।


শিবসেনা মুখপত্র সামনা-র আজকের সম্পাদকীয়তে বলা হয়েছে, বিদেশে মজুত কালো টাকার বিরুদ্ধে সার্জিক্যাল আঘাত হেনেছেন মোদী।  কিন্তু আসল সত্য হল, একটি পয়সাও বিদেশ থেকে উদ্ধার করে আনতে পারেননি। দেশের ধনীদের বিমুদ্রাকরণের পর একটি পয়সাও লোকসান হয়নি, কিন্তু ভুগতে হয়েছে আমজনতাকে। এখন বেনামি সম্পত্তির বিরুদ্ধে সরকারের কী প্ল্যান? আমরা আশা করব, মধ্যবিত্ত শ্রেণিকে সরকারের কঠোর পদক্ষপের ফলে ভুগতে হবে না, যেমনটা হয়েছে বিমুদ্রাকরণের পর। আশা করব, একদিকে


সাধারণ মানুষ অসহায় হয়ে পড়বেন, অন্যদিকে প্রকৃত বেনামি সম্পত্তির মালিকরা তাদের সম্পত্তি বৈধ করে নেবেন, এমনটা হবে না।


শিবসেনার এও দাবি, ধনী ও কালো টাকার কারবারীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, আসলে তাতে নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপরই।


শিবসেনা বলেছে, বেনামি সম্পত্তির বিরুদ্ধে সরকারি ঘোষণা হওয়া মাত্র যারা বেনামে প্রচুর জমিজমা, সম্পত্তির মালিক, তারা ২৪ ঘণ্টার মধ্যে সব সাদা অর্থাত আইনি করে ফেলবে। যেমন নোট বাতিল ঘোষণার পর কয়েকশ কোটি কালো টাকাকে সাদা করা হয়েছে। মনে হচ্ছে, আইন তৈরি করা হয় শুধু ধনীদের সুরক্ষা দিতেই, আর গরিবরা তার তলায় পিষ্ট হয়!