রাস্তার সারমেয়কে খাওয়ান, তবে অন্যকে সমস্যায় না ফেলে: হাইকোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jul 2017 02:10 PM (IST)
নয়াদিল্লি: রাস্তার সারমেয়কে খাওয়ান এবং থাকার ব্যবস্থা করে দিতেই পারেন পশুপ্রেমীরা, কিন্তু দেখবেন যেন তাতে অসুবিধা না হয় অন্য ব্যক্তিদের, নির্দেশ দিল্লি হাইকোর্টের। এ প্রসঙ্গে আদালত, দক্ষিণ দিল্লির দুজন বাসিন্দাকে হুঁশিয়ারও করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে রাস্তার সারমেয়কে আহ্লাদ দিচ্ছেন, কিন্তু তাঁদের এই প্রেম অন্যদের জন্যে অসুবিধা সৃষ্টি করছে। বিচারপতি বিপিন সাঙভি এবং রেখা পল্লী দিল্লিবাসী ওই দুই ব্যক্তিকে ডেকে বলেছেন, তাঁরা দীর্ঘদিন ধরেই রাস্তার কুকুরকে বাড়িতে তুলে এনে লালন পালন করছেন। কিন্তু কমপ্লেক্সের মধ্যে কোনও কমনস্পেস বা গাড়ি চলাচলের রাস্তা, যা অন্যরাও ব্যবহার করেন, সেখানে ওই সারমেয়গুলোকে রাখা যাবে না। আদালতের মত, বহু মানুষই কুকুরের সঙ্গে তেমন স্বচ্ছন্দ নন। অনেকেই তাদের ভয় পায়, এক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিদের অস্বস্তির কথা ভেবে সারমেয়গুলিকে দূরে রাখাই ভাল। এমনকি যে জয়াগায় সারমেয়গুলোকে রাখা হয়েছে, সেখান থেকে মনে হয়েছে এদের পরিস্কার, পরিচ্ছন্নতার ব্যাপারেও এদের রক্ষকরা তেমন ওয়াকিবহাল নন। আদালতের নির্দেশ কুকুরগুলোকে বেঁধে রাখা যাবে না, সময়মতো খাবার দিতে হবে।