নয়াদিল্লি: রাজ্যসভায় বিজেপি সাংসদদের উপস্থিতির হারে বিরক্ত প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দলের প্রত্যেক সাংসদকে সারাদিন উপস্থিত থাকতে হবে রাজ্যসভায়। অকারণে অনুপস্থিতি বরদাস্ত করা হবে না, নির্দেশ নরেন্দ্র মোদীর।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত এক বৈঠকে বিজেপি সাংসদদের সংসদে অনুপস্থিতির হার নিয়ে তাঁর অসন্তোষের কথা জানান মোদী। তারপর তিনি তাঁর দলের সাংসদদের উদ্দেশ্যে বলেন, এটা বিরোধীদের নয়, তাঁদেরই দায়িত্ব নিয়ে সংসদে বিল পাস করাতে হবে। সংসদে উপস্থিত থাকার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে মোদী বলেন, ভবিষ্যতে তিনি যদি দেখেন তাঁর দলের সাংসদরা টানা সংসদে অনুপস্থিত রয়েছেন, তাহলে তার ফল ভাল হবে না।
সূত্রের খবর, দিন কয়েক আগে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার এবং তাঁর অধীনস্থ মুক্তার আব্বাস নকভি সংসদের বিভিন্ন ঘটনা এবং সমস্যার কথা উল্লেখ করে জানান, দলের সাংসদদের অল্প উপস্থিতি কীভাবে সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে। তারপরই বৈঠকে এবিষয়ে নিজের ক্ষোভপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, ওই বৈঠকে ৭০তম স্বাধীনতা দিবস কীভাবে পালন করা হবে, সেবিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। অনন্ত কুমার এক সাংবাদিক বৈঠকে বলেছেন, এবছর সারা দেশজুড়ে স্বাধীনতা দিবস সংক্রান্ত অনুষ্ঠান পালন শুরু হবে ৯ অগাস্ট, চলবে ১৫ অগাস্ট পর্যন্ত। এরপর পনেরো দিন ব্যাপী সারা দেশজুড়ে সংকল্প যাত্রা করবেন দলীয় কর্মীরা। সেখানে দেশ ও ব্যক্তির উন্নয়নকে লক্ষ্য করে এগোবে মিছিলটি। সেই বৈঠকে মোদী মন্তব্য করেছেন ১৯৪৭ সাল থেকে এখনও পর্যন্ত ভারত এক উচ্চ পর্যায়ে পৌঁছেছে। কিন্তু ২০২২ সালের মধ্যে ভারতকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যার ফলে ভারতকে বিশ্বের কয়েকটি ক্ষমতাশালী রাষ্ট্রের অন্যতম হিসেবে গণ্য করা হবে।
সংসদে সারাদিন উপস্থিত থাকতে হবে বিজেপি সাংসদদের, অনুপস্থিতি বরদাস্ত নয়: মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jul 2017 12:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -