তাঁরা বলছেন, পরে দ্বিতীয় দফার লক ডাউনের জন্যও সরকারকে প্রস্তুত থাকতে হবে।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ট্যুইট করে আরবান কোম্পানির সহ প্রতিষ্ঠাতা অভিরাজ সিংহ ভাল বলেছেন, যে দেশগুলি (দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জাপান) আগেভাগে ও কঠোর পদক্ষেপ নিয়েছে, সেই দেশগুলি এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ইরান, ইটালি, আমেরিকার মতো দেশগুলির (যারা গড়িমসি করেছিল) থেকে ভালো সাফল্য পেয়েছে।
প্রেজেন্টেশনে বলা হয়েছে, দেশের প্রধান শহরগুলিতে আগামী ২০ মার্চ থেকে দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউন (লোকজন বাড়িতেই থাকবেন) ও ১৪৪ ধারা জারি করা দরকার।