পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে এখন লাগবে শুধু একটি ফর্ম, অন্য নথিপত্র জমা দিতে হবে না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Feb 2017 10:37 AM (IST)
নয়াদিল্লি: এবার থেকে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে লাগবে একটিই কমন ফর্ম, জমা রাখতে হবে না কোনও নথিপত্র। এছাড়া ছেলে বা মেয়ের বিয়ের জন্যে কেউ যদি প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে চান, তাহলে তাঁকেও টাকা তোলার সময় জমা দিতে হবে না কোনও বিয়ের কার্ড। এছাড়া এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গ্যানাইজেশনের তরফে জানানো হয়েছে, এখন থেকে অগ্রিম তুলতে আর কোনও ইউটিলাইজেশন সার্টিফিকেট দাখিল করতে হবে না অ্যাকাউন্ট হোল্ডারকে। তার বদলে সেল্ফ-ইউটিলাইজেশন সার্টিফিকেটও জমা করা যেতে পারে। এছাড়া গ্রাহকদের সুবিধার কথা ভেবে, আগে অগ্রিম নেওয়ার জন্যে, বা টাকা তুলতে গেলে না না ধরনের ফর্ম পূরণ করতে হত, এখন থেকে সেখানে একটি ফর্ম পূরণ করতে হবে। আর এই নয়া ফর্ম নিয়োগকর্তার সাক্ষ্য ছাড়াই জমা করা যাবে। ইপিএফও-র তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে সমস্ত গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আধার নম্বর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে জোরা আছে, তাঁরা প্রভিডেন্ট ফান্ড থেকে সরাসরি টাকা তোলার জন্যে ফর্ম জমা দিতে পারবেন। তাঁদের সেক্ষেত্রে ফর্ম নম্বর ১৯(ইউএএন), ১০সি(ইউএএন), ৩১ (ইউএএন) জমা দিতে হবে টাকা তোলার সময়। তবে যেসমস্ত গ্রাহকদের ইউএএন নম্বরের সঙ্গে আধার ও ব্যাঙ্কের বিস্তারিত তথ্য জোরা নেই, তাঁদের (নন-আধার) ফর্ম জমা দিয়ে টাকা তুলতে হবে। সেক্ষেত্রে সেইসমস্ত গ্রাহকদের নিয়োগকর্তার সাক্ষ্য লাগবে। তবে সেল্ফ-সার্টিফিকেশন চালুর ফলে, বর্তমানে যে সমস্ত নথিপত্র টাকা তোলার জন্যে জমা দিতে হত, সেগুলো আর লাগবে না।