নয়াদিল্লি:  একমাস চাকরি না থাকলে বা ছেড়ে দেওয়ার তিরিশ দিনের মধ্যেই এখন থেকে ইপিএফও বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড থেকে ৭৫ শতাংশ টাকা তুলে নিতে পারবেন সদস্যরা। বাকি যেটা পড়ে থাকবে, সেটা সংশ্লিষ্ট ব্যক্তির ইপিএফও অ্যাকাউন্টে গচ্ছিত থাকবে।

 

মঙ্গলবারই ইপিএফও-র এই নয়া নিয়মের কথা ঘোষণা করা হয়। প্রসঙ্গত, চাকরি চলে যাওয়া বা ছেড়ে দেওয়ার ৩০ দিন পরেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফাণ্ডের ৭৫ শতাংশ টাকা তুলে নিতে পারবে এর সদস্যরা।মঙ্গলবার পিএফের অছি পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ও পরিষদের চেয়ারম্যান সন্তোষ গাঙ্গোয়ার। ফের চাকরি না পেলে, বাকি ২৫ শতাংশ টাকাও দু’মাস পরে তুলে নিতে পারবেন সদস্যরা। তবে ৭৫ শতাংশ টাকা তোলার পর আরও ৩০ দিনের মধ্যে চাকরি পেলে প্রভিডেন্ট ফাণ্ডের পুরনো অ্যাকাউন্টই বজায় থাকবে।

ইপিওফও সংক্রান্ত এই নয়া নিয়ম চালু হওয়ার আগে চাকরি যাওয়া বা অবসরের দু’মাস পরে এক লপ্তে পুরো টাকা তোলা যেত।