ইন্দোর: গত সপ্তাহে মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে পাকিস্তান থেকে চালানো চরচক্রে সামিল থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ১১ জনের মধ্যে ধ্রুব সাক্সেনা নামে একজনের সঙ্গে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র সম্পর্ক আছে, এই দাবি করে সোমবার তুমুল বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। তাঁদের দাবি, তদন্ত করে দেখতে হবে সত্যিই বিজয়বর্গীয়র সঙ্গে ধ্রুবের সম্পর্ক আছে কিনা। বিজেপি কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। জখম হন চারজন।
জনা পঞ্চাশেক কংগ্রেস কর্মী বিক্ষোভ দেখান পরদেশিপুরা থানার বাইরে। তাঁদের দাবি, বিজয়বর্গীয়র সঙ্গে ধ্রুবের ছবি ছড়িয়ে পড়েছে।
ঘটনাচক্রে, বিজয়বর্গীয় ওই এলাকারই বাসিন্দা।
বিজেপি মিডিয়ার ভারপ্রাপ্ত নেতা লোকেন্দ্র পরাশরের অবশ্য দাবি, বিজয়বর্গীয় দলের সিনিয়র নেতা। অনেক অনুষ্ঠানেই তিনি যান। সেখানে অনেকের আব্দার মেটাতে তাঁদের সঙ্গে ছবি তোলেন। সুতরাং তাঁর সঙ্গে ছবিতে কাউকে দেখা গেলেই এটা প্রমাণ হয় না যে, বিজয়বর্গীয়র সেই লোকটির সঙ্গে যোগসাজস আছে।
স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, তাঁদের প্রতিবাদ চলাকালে বিজেপি কর্মীরা গুন্ডামি করেছে। লাঠি, বেসবলের ব্যাট দিয়ে পেটানো হয়েছে কংগ্রেস কর্মীদের।
পাক চরচক্রে জড়িত অভিযোগে ধৃতের সঙ্গে যোগ কৈলাস বিজয়বর্গীয়র? ইন্দোরে কং বিক্ষোভ, সংঘর্ষ বিজেপি কর্মীদের সঙ্গে
ABP Ananda, web desk
Updated at:
13 Feb 2017 10:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -