নোট বাতিলের সিদ্ধান্তে সকলে খুশি, বললেন প্রধানমন্ত্রীর ভাই
ABP Ananda, Web Desk
Updated at:
27 Nov 2016 02:30 PM (IST)
হায়দরাবাদ: নোট বাতিলের সিদ্ধান্তে মানুষ খুশি। দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী। হায়দরাবাদে চারমিনারের পাশে ভাগ্যলক্ষ্মী মন্দির দর্শনে আসেন প্রধানমন্ত্রীর ভাই। তখনই বলেন এ কথা।
প্রহ্লাদ জানান, বিখ্যাত এই মন্দিরে তিনি প্রার্থনা জানাতে এসেছেন। এসেছেন দেবীর আশীর্বাদ নিতে। নোট বাতিল নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, এখানে এসে হায়দারাবাদের মানুষের মুখ দেখে তাঁর মনে হয়েছে, নোট বাতিল হওয়ার ফলে কারও কোনও সমস্যা হয়নি। সকলে ভাল আছেন।
দেশবাসীর মঙ্গলের জন্য ভাগ্যলক্ষ্মী মন্দিরে প্রার্থনা করেছেন বলে প্রহ্লাদ জানিয়েছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -