আমদাবাদ: গুজরাতে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই ইভিএম-এ জালিয়াতির অভিযোগ করেছিলেন পাতিদার নেতা হার্দিক পটেল। আজ ফল প্রকাশিত হওয়ার পরেও সেই দাবিতে অনড় থাকলেন তিনি। আজ তাঁর নয়া অভিযোগ, ‘এটিএম হ্যাক করা যায়। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, ইভিএম-ও হ্যাক করা সম্ভব। আমি বারবার বলছি, যদি কোনও আসনে জয়ের ব্যবধান ১,২০০ থেকে ১,৫০০ হয়, তাহলে সেটা ইভিএম-এ অন্তর্ঘাতের ফলেই হয়েছে।’ হার্দিক আরও বলেছেন, পাতিদার সংরক্ষণের দাবিতে লড়াই চলবে। এর জন্য তিনি জেলে যেতেও তৈরি।

এর আগে হার্দিক অভিযোগ করেন, ৫,০০০ ইভিএম-এ জালিয়াতি করার জন্য একটি সংস্থা ১৪০ ইঞ্জিনিয়ার নিয়োগ করেছে। আমদাবাদের কালেক্টর অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে কংগ্রেসও হার্দিকের মতোই ইভিএম জালিয়াতির অভিযোগ করেছে।