কারচুপির অভিযোগ: উত্তরাখণ্ডে বিকাশনগর কেন্দ্রের ইভিএম সিল, বাজেয়াপ্ত করতে বলল হাইকোর্ট
Web Desk, ABP Ananda | 27 Apr 2017 03:21 PM (IST)
নৈনিতাল:উত্তরাখণ্ড হাইকোর্ট দেহরাদুন জেলার বিকাশনগরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিল সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে ভোটদানে ব্যবহৃত ইভিএম মেশিন সিল করে বাজেয়াপ্ত করতে। ওই ভোটযন্ত্রে কারসাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিকাশনগর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দলের রাজ্য মুখপাত্র মুন্না সিংহ চৌহানের কাছে হেরে যান কংগ্রেস প্রার্থী নবপ্রীত। এই প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ইভিএমে বিকৃতি ঘটানোর অভিযোগ তুলে আদালতে যান। নির্বাচন কমিশন বারবার বলে আসছে, কোনওভাবেই ইলেকট্রনিক ভোটমেশিনে কারচুপি করা সম্ভব নয়। কিন্তু উত্তরাখণ্ড হাইকোর্ট নবপ্রীতের অভিযোগের মুখে ভোটযন্ত্র সিল, বাজেয়াপ্ত করেছে তো বটেই, নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, মুখ্যসচিব ও জয়ী বিজেপি প্রার্থীকেও।