নয়াদিল্লি: খোদ মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে উদ্ধার হল অরুণাচল প্রদেশের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের দেহ। নিজের ঘরের সিলিং ফ্যান থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সন্দেহ, আত্মহত্যা করেছেন তিনি।
এ বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত অরুণাচলের মুখ্যমন্ত্রী পদে ছিলেন কালিখো পুল। ফেব্রুয়ারিতে কংগ্রেসের নাবাম টুকি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়ে বেরিয়ে আসেন কালিখো পুল। কংগ্রেসেরই ১২জন বিদ্রোহী বিধায়কের সমর্থনে মুখ্যমন্ত্রী হন তিনি। বাইরে থেকে তাঁর সরকারকে সমর্থন করে বিজেপি। সাড়ে চার মাস চলার পর সুপ্রিম কোর্টের নির্দেশে পুনর্বহাল হয় নাবাম টুকি সরকার। আস্থা ভোটের আগে টুকিকে সরিয়ে পেমা খান্ডুকে দলের মুখ করে কংগ্রেস। সংখ্যার জোরে নিজের সরকার ধরে রাখার ব্যাপারে আগাগোড়া আশাবাদী থাকলেও শেষ মুহূর্তে ডিগবাজি খেয়ে দলবল নিয়ে কংগ্রেসে ফিরে আসেন কালিখো পুল। শোনা যাচ্ছে, তখন থেকেই তিনি অবসাদে ভুগছিলেন। তবে পদ হারালেও মুখ্যমন্ত্রীর বাসভবনে বসবাস করছিলেন তিনি।
৪৬ বছরের কালিখো পুল শৈশবেই বাবা মাকে হারান। উপার্জনের জন্য ছুতোরের কাজ করেছেন তিনি, রাতে চৌকিদারিও করেছেন। নাইট স্কুলে পড়ার জন্য সকালে পান, বিড়ি বিক্রি করতেন তিনি। কিন্তু কলেজে পড়ার সময় থেকে রাজনীতিতে নাম লেখানোর পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। ২৩ বছরের বিধায়ক জীবনে ২২ বছরই মন্ত্রীপদে ছিলেন তিনি।
অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের মৃতদেহ উদ্ধার
ABP Ananda, web desk
Updated at:
09 Aug 2016 05:43 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -