গাঁধীনগর: গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিং বাঘেলার ছেলে, ২ বারের কংগ্রেস বিধায়ক মহেন্দ্রসিং বিজেপিতে যোগ দিলেন আজ। ২০১৯ এর সাধারণ নির্বাচনের আগে দু সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দুবার ধাক্কা খেল গুজরাত কংগ্রেস। গত ৩ জুলাই রাজ্যের প্রথম সারির কংগ্রেস নেতা কুনওয়ারজি বাভালিয়া দল ছেড়ে বিজেপিতে যোগ দেন, সঙ্গে সঙ্গে তাঁকে ক্যাবিনেট মন্ত্রীও করে দেওয়া হয়।

রাজ্যের শাসক দলের খাতায় নাম লিখিয়েই রাহুল গাঁধীকে নিশানা করে মহেন্দ্রসিং বলেন, ওনার কাজকর্মের যেমন ধারা, তাতে নিকট ভবিষ্যতে কেন্দ্র ও রাজ্যে দেশের সবচেয়ে পুরানো দলের পুনরুজ্জীবনের সম্ভব বলে আদৌ মনে হয় না। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহের নেতৃত্বের প্রশংসা শোনা যায় তাঁর মুখে। ঘটনাচক্রে অমিত শাহ বর্তমান নিজের রাজ্য গুজরাত সফরেই রয়েছেন। মহেন্দ্রসিং কংগ্রেসের টিকিটে ২০১২ ও ২০১৭-য় উত্তর গুজরাতের বায়াদ কেন্দ্রে পরপর দুবার ভোটে জিতেছেন।

২০১৭-র আগস্টে রাজ্যসভা নির্বাচনেও কংগ্রেস প্রার্থী আহমেদ পটেলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তিনি। গত বছর গুজরাত বিধানসভা নির্বাচনের মুখে কংগ্রেস ছাড়েন মহেন্দ্রসিং। যদিও কোনও নির্বাচনে লড়েননি বা কোনও দলে যোগ দেননি।