নয়াদিল্লি: শীঘ্রই বন্ধ হতে চলেছে হাতে হাতে নোট বদল? ব্যাঙ্ক-ডাকঘরে আর সরাসরি নোট বদল করা যাবে না! পুরনো নোট বদলে শীঘ্রই আসতে চলেছে স্থগিতাদেশ! ২৪ কিংবা ২৫ নভেম্বর এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার সম্ভাবনা। শুধু অ্যাকাউন্টেই জমা দেওয়া যাবে পুরনো নোট, এমনটাই সূত্রের খবর।
এখনও যে নিয়ম কার্যকর রয়েছে, তাতে ২৪ নভেম্বর পর্যন্ত ব্যাঙ্ক বা ডাকঘরে গিয়ে, একজন ব্যক্তি সরাসরি সর্বোচ্চ ২ হাজার টাকা পুরনো নোট বদলাতে পারেন। কিন্তু সূত্রের খবর, শীঘ্রই এই নোট বদলে স্থগিতাদেশ জারি করতে পারে কেন্দ্র। ২৪ কিম্বা ২৫ নভেম্বর সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনা। অর্থাৎ অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যাবে, তোলা যাবে। কিন্তু আগামী দিনে টাকা বদল আরও নাও করা যেতে পারে! সূত্রের খবর, সরকার মনে করছে, অনেকেই নোট বদলের সুযোগের অপব্যবহার করছে। কাউকে আবার টাকার বিনিময়ে লাইনে দাঁড় করানো হচ্ছে। আর তাতেই দীর্ঘ হচ্ছিল লাইন! ব্যাহত হচ্ছিল ব্যাঙ্ক-ডাকঘরের সাধারণ কাজকর্ম। টাকা জমা করতে ও তুলতে এসে, ভোগান্তির শিকার হচ্ছিলেন অসংখ্য সাধারণ গ্রাহক।
নোট বদলের কাজে ব্যাহত হচ্ছে ব্যাঙ্কের কাজ, তাই ব্যাঙ্কের কাজ স্বাভাবিক রাখতেই এই ভাবনা বলে জানা গিয়েছে।
শীঘ্রই হাতে হাতে বন্ধ হতে পারে ৫০০, ১০০০ টাকার নোট বদল: সূত্র
Web Desk, ABP Ananda
Updated at:
18 Nov 2016 06:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -