৫০০ ও ১০০০ নোট বদল চলবে রিজার্ভ ব্যাঙ্কের কাউন্টারে
ABP Ananda, web desk | 25 Nov 2016 04:25 PM (IST)
নয়াদিল্লি: ব্যাঙ্কের কাউন্টারে হাতে হাতে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট বদল আজ থেকে বন্ধ হয়েছে। তবে রিজার্ভ ব্যাঙ্কের কাউন্টার থেকে এই দুই বাতিল নোটের বদল করা যাবে। রিজার্ভ ব্যাঙ্ক এদিন এ কথা জানিয়েছে।নোট বদলের যে সর্বোচ্চ সীমা ধার্য রয়েছে, এক্ষেত্রেও তা বহাল থাকবে।উল্লেখ্য, এই সীমা সম্প্রতি ২০০০ টাকায় বেঁধে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পর ব্যাঙ্কের কাউন্টার থেকে পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করা যাচ্ছিল। গতকালই এক নির্দেশিকায় সরকার জানায়, ব্যাঙ্কের কাউন্টার থেকে আর ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করা যাবে না। বাতিল নোট থাকলে তা ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা করা যাবে।