নয়াদিল্লি: ভারতে বড়সড় হামলার ছক কষছে পাকিস্তানের জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে সীমান্তের ওপার থেকে এই উদ্বেগজনক বার্তাই মিলেছে। গোয়েন্দা সূত্রে খবর, পাক রেঞ্জার্সের উর্দি পরে লস্কর-ই-তৈবার জঙ্গিরা আন্তর্জাতিক সীমান্তের লঞ্চিং প্যাডগুলিতে ঘোরাফেরা করছে।  পাকিস্তানে বসে লস্করের কম্যান্ডার সাজিদ জট নোমি ওই জঙ্গিদের ভারতে বড়সড় হামলা করার নির্দেশ দিচ্ছে।


নোমির টেলিফোনে কথাবার্তা আড়ি পেতে শুনে ভারতের পক্ষে  এই উদ্বেগজনক তথ্য জানা গিয়েছে। নোমি ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের ডানহাত।

কাশ্মীর ঘাঁটিতে থাকা লস্কর কম্যান্ডার আবু দুজানা এখন তাদের সবচেয়ে বড় জঙ্গি দলের নেতৃত্ব দিচ্ছে। সে কাশ্মীরে হামলা চালানোর জন্য জঙ্গিদের তিনটি গোষ্ঠীতে ভাগ করেছে। এরমধ্যে একটি গোষ্ঠীর মাথায় রয়েছে এক মহিলা লস্কর কম্যান্ডার।

গোয়েন্দা সূত্রে ফাঁস হওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য

জঙ্গিদের একটা দলের নেতৃত্বে রয়েছে ফতিমা নামে লস্কর অ্যাসোসিয়েট। কাশ্মীর ঘাঁটিতে তার কাছে পাকিস্তানের পক্ষ থেকে লস্কর কম্যান্ডারের নির্দেশ আসছে।

জঙ্গিদের দ্বিতীয় দলকে আবু আসমা জাহাঙ্গির হামলা চালানোর জন্য লিড করছে।

তৃতীয় গোষ্ঠীর মাথায় রয়েছে হাম্মাদ।

এই তিনজনই আবু দুজানার অঙ্গুলি হেলনে চলছে। গোয়েন্দা সংস্থাগুলি আবু দুজানার টেলিফোনে কথাবার্তা আড়ি পেতে জানতে পেরেছে। গোয়েন্দা সংস্থাগুলি জানতে পেরেছে, সার্জিক্যাল স্ট্রাইকের পর বিশেষ কোড ব্যবহার করছে। সূত্রের খবর, এই কোড-এর অর্থ বড়সড় হামলার নির্দেশ।

ভারতের সীমান্ত পুরোপুরি সিল হয়ে যাওয়ায় হামলা চালাতে হাতিয়ার জোগাড়ের এখন জন্য ভারতের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে একে-৪৭ রাইফেল ছিনিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পাকিস্তানে বসে লস্কর কম্যান্ডার সৈফুল্লা সাজিদ জট নোমি জঙ্গিদের নির্দেশ দিচ্ছে।

সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর এখন নিয়ন্ত্রণ রেখার বদলে আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী লঞ্চপ্যাড থেকে জঙ্গিদের অনুপ্রবেশ করানো হতে পারে। আন্তর্জাতিক সীমান্তের কাছে জঙ্গিদের যে দুটি লঞ্চ প্যাড রয়েছে সেখানে জঙ্গিদের গতিবিধি গোয়েন্দা সংস্থাগুলির নজরে এসেছে।

এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের কাছে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত যে সব নদী-নালা পাকিস্তানে গিয়েছে সেগুলিতে আরও বেশি করে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।