ওয়ার রুমে প্রধানমন্ত্রীকে দেখানো হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। বালির মডেলে জঙ্গি ঘাঁটি বানিয়ে বোঝানো হয়, কীভাবে আচমকা হামলায় ছত্রভঙ্গ করে দেওয়া যায় পাকিস্তানকে।
প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরও জানিয়েছেন, উরির অপরাধীদের ছেড়ে দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা হালকাভাবে নিলে ভুল হবে। পাকিস্তানকে চারদিক দিয়ে ঘিরে ফেলতে কূটনৈতিক থেকে সশস্ত্র হানা- সবরকম সম্ভাবনা খতিয়ে দেখছে মোদী সরকার। সেনা আগেই জানিয়ে দিয়েছে, প্রত্যাঘাতের সময় ও জায়গা স্থির করবে তারা।